মিরসরাইয়ে বজ্রপাতে নিহত ২

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে ২ ব্যক্তি নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত প্রায় ৩টায় উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মো. মোশাররফ হোসেনের মাছের ঘেরে জাল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ব্রজপাতে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মৃত আবদুল্লাহর পুত্র মো. নুরুন্নবী ও ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মৃত মোস্তফার পুত্র মো. আলমগির। বজ্রপাতে অরুন জলদাশ, বজ্রলাল জলদাশ, পশুরাম জলদাশ, মো. হান্নান ও নেপাল জলদাশ আহত হয়েছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য খালেদুর রহমান জানান, বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার বাঁশখালিতে মো. মোশারফ হোসেনের মাছের ঘেরে মাছ ধরার জন্য জাল ফেলার কাজ চলছিলো। এমন সময় আকস্মিক বজ্রপাতে জাল ফেলার কাজে নিয়োজিত দুই ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে অরুন জলদাশের অবস্থা আশংকাজনক।