চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আহমদ ছফা (৪২) নামে এক জামায়াতকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আহমদ ছফা সাতকানিয়া উপজেলার উত্তর রামপুরার এজাহার মিয়ার বাড়ির এজাহার মিয়ার ছেলে। নগরীর দেওয়ানহাটে এস এ মোটরস নামে একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে তিনি চাকরি করতেন।
গত ২৪ মে রাতে চকবাজার এলাকায় ‘গোপন বৈঠক’ থেকে তাকে সহ ৬জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো. তানভীর বলেন, নাশকতার একটি মামলায় আহমদ ছফাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কারাগার থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এরপর তিনি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।
তিনি আরও বলেন, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।