রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিতঃ ৩১ মে ২০১৭ | ৫:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পাহাড়তলী রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আজাদুর রহমান সোহেল (২৩), আনোয়ার হোসেন ওরফে রাজু (২৮), রাহাত উদ্দিন (২৬), হাবিবুর রহমান ওরফে মুন্না (২২)। তাদের কাছ থেকে কাছ থেকে কয়েকটি ছুরি, চারটি কার্তুজ ও ছিনতাই করা দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, মঙ্গলবার ভোরে এক যুবক চাঁদপুর যাওয়ার জন্য রেলস্টেশনে আসার পথে ছিনতাইয়ের শিকার হন। ওই যুবকের অভিযোগ পেয়ে ডবলমুরিং থানা পুলিশেরে একটি টিম অভিযান শুরু করে। ভোরে স্টেশন এলাকায় বসে ইয়াবা সেবনের সময় তাদের গ্রেফতার করা হয়।