রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সীতাকুন্ডে ৯ মাস পর কিশোরের লাশ উত্তোলন

প্রকাশিতঃ ৩১ মে ২০১৭ | ৯:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সীতাকুন্ড সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় ৯ মাস পর এক কিশোরের কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সীতাকুন্ড সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন এর উপস্থিতিতে কবর থেকে কিশোরের লাশটি উত্তোলন করা হয়েছে।

সীতাকুন্ড মডেল থানার এসআই মোঃ ইকবাল জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল উত্তর ঘোড়ামরা এলাকার মোমিন চৌধুরী পাড়া গ্রামের দিদারুল আলম চৌধুরীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৮) বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

কিন্তু নিহতের মা রাজিয়া সুলতানার সন্দেহ হলে একমাস পর ১৭ অক্টোবর তিনি নিজে বাদী হয়ে নিহত কিশোরের পিতা দিদারুল আলম চৌধুরীকে প্রধান আসামী করে মোট ১০জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে লাশটি উত্তোলন করে ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়।