চট্টগ্রামে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রাম: ‘অবহেলা ও ভুল চিকিৎসায়’ এক বিচারকের স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বুধবার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জামিউল হায়দার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলায় অভিযুক্ত তিন আসামি হলেন- চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটাল লিমিটেডের চিকিৎসক কাজল রেখা রায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের রেজিস্ট্রার দেবাশীষ তালুকদার ও পেশেন্ট কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল জব্বার।

বাদি পক্ষের আইনজীবি আরেফিন রিজভী বলেন, ২০১৬ সালের ৩ জুন রাতে নোয়াখালী আদালতের সিনিয়র সহকারী জজ মোর্শেদুল আলমের স্ত্রী সায়মা সিকদার চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালে সন্তান জন্ম দেন। পরদিন ভোরে তিনি মারা যান। সেখানে তার চিকিৎসায় অবহেলা হয়েছে অভিযোগে সায়মা সিকদারের মা নার্গিস বেগম বাদী হয়ে একই বছরের ৯ জুন আদালতে মামলা করেন।

তিনি বলেন, বুধবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এতে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ। পরবর্তী ধার্য্যদিনগুলোতে আসামিদের সাক্ষ্য নেয়া হবে।