রেকর্ড পরিমাণ বৃষ্টি চট্টগ্রামে, তলিয়ে গেছে নিম্মাঞ্চল

চট্টগ্রাম : মোরার প্রভাবে ভারি বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। পানিতে থৈ থৈ করছে বন্দরনগরী।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াব্দি ফরিদ আহমদ বলেন, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিতে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, হালিশহর, বড়পোল, আগ্রাবাদ এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকা, পাঠানটুলী, মাদারবাড়ি, বাকলিয়া, ইপিজেড মোড়সহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।

এদিকে পানি উঠে যাওয়ার কারণে নগরীর নিম্মাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে মঙ্গলবার রাত থেকে।