একুশে প্রতিবেদক
চট্টগ্রাম : চট্টগ্রামের জোরারগঞ্জের শীর্ষসন্ত্রাসী, যুবলীগ ক্যাডার বোরহানউদ্দিন প্রকাশ লোহা মামুন একটি দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বারৈয়ারহাটস্থ শান্তির হাটের আর কে ভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির একুশে পত্রিকাকে লোহা মামুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শীর্ষ এই সন্ত্রাসীর বাড়ি জোরারগঞ্জের জামালপুরে। কিছুদিন ধরে তিনি শান্তিরহাটের আর কে ভবনের ষষ্ঠতলায় বসবাস করছিলেন। আর এখানে যুবলীগের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। লোহা মামুনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দ্রুত বিচারসহ মোট ৭টি মামলা রয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
এপডটকম/এটি