চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে উচ্ছেদ অভিযান চালিয়ে রেলওয়ের প্রায় চার একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ষোলশহর রেলস্টেশন থেকে দুই নম্বর গেট এলাকা পর্যন্ত রেললাইনের দুই পাশ থেকে প্রায় একশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভ’-সম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রেললাইনের দুই পাশের খালি জায়গা দখল করে ব্যবসা করে আসছিল অবৈধ দখলদাররা। অবৈধ দখলে থাকা আধা-পাকা এবং পাকা স্থাপনা উচ্ছেদ করে প্রায় চার একর জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ২০ কোটি টাকা।
অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান, বিপুল সংখ্যক পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।