সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে টেইলর শ্রমিকদের দুই ঘন্টা কর্মবিরতি

| প্রকাশিতঃ ৩১ মে ২০১৬ | ৬:১২ অপরাহ্ন

port ctgচট্টগ্রাম: সড়কে অবৈধ পার্কিংয়ের অভিযোগে ১২ চালক-হেলপারকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে প্রাইম মোভার ও টেইলর শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে শ্রমিকদের বাধার মুখে বন্দরের সবগুলো গেট বন্ধ হয়ে যায়। ফলে অচল হয়ে পড়ে পণ্য খালাস প্রক্রিয়া।

বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এক নম্বর গেটের পাশের সড়কে অবৈধভাবে পার্কিং করায় ১২জন চালক-হেলপারকে আটক করে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। এর জের ধরে দুপুর ২টা থেকে কর্মবিরতি শুরু করে প্রাইম মোভার ও টেইলর শ্রমিক ইউনিয়ন।

ফলে বন্দরের সব গেট দিয়ে মোভার ও টেইলর প্রবেশ বন্ধ হয়ে যায়। এতে অচল হয়ে পড়ে বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া।পরে বন্দর চেয়ারম্যানের হস্তক্ষেপে সড়কে অবৈধ পার্কিং করবে না এমন মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। শ্রমিকদের মুক্তির পর কর্মবিরতি প্রত্যাহার করা হলে বিকেল ৪টা থেকে বন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, সড়কের অবৈধভাবে টেইলর পার্কিং করার অপরাধে ১২ জন চালক-সহকারীকে আটক করা হয়েছিল। আগামীতে সড়কে পার্কিং করবে না এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম প্রাইম মোভার ও টেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, আটক চালক-হেলপারদের ছেড়ে দেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। বিকেল ৪টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।