সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

হাটহাজারীতে ঘর দখলে নিতে সন্ত্রাসী হামলা

| প্রকাশিতঃ ১১ মার্চ ২০২২ | ৯:৫৫ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ঘর দখলে নিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। শুক্রবার দুপুরে চিকনদন্ডী ইউনিয়নের কাজীপাড়ার কাজীবাড়ীতে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, কাজীপাড়ার সিদ্দিক আহমেদের ছেলে রাসেল প্রকাশ তুরুল্যা এ ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় গত ফেব্রুয়ারি মাসে একটি জিডি হয়েছিল।

জানা গেছে, কাজীপাড়ার কাজীবাড়ীর সাবেক ব্যাংকার কাজী মাহাবুবুল আলমের বসতভিটা দখলের উদ্দেশ্যে একাধিকবার চেষ্টা চালায় রাসেল। গত ১১ ফেব্রুয়ারি রাসেল তার দলবল নিয়ে তালা ভেঙে ঘর দখলের জন্য গেলে উপস্থিত পাড়ার প্রতিবেশিদের তোপের মুখে পালিয়ে যায়। এ ঘটনার পর তার বিরুদ্ধে কাজী মাহবুবুল আলমের পুত্র কাজী মিজান নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেন।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্তের পর তাকে সাবধান করে দিলেও অবৈধ কার্যকলাপ অব্যাহত রাখে রাসেল। এক পর্যায়ে গত বুধবার মধ্যরাতে দলবল নিয়ে কাজী মাহাবুবুল আলমের বসতভিটার ঘর দখল করে নেন তিনি। আজ শুক্রবার স্থানীয় লোকজন অবৈধ দখল ছেড়ে দিতে বললে রাসেল তার দলবল নিয়ে হামলা চালায়। উপস্থিত লোকজনদের দিকে মরিচের গুঁড়া নিক্ষেপ করে। হামলায় কাজী ফারুক, কাজী মিজানসহ ৫ জন আহত হয়।

স্থানীয়রা জানান, দা, চুরি ও কিরিচ নিয়ে রাসেল অবস্থান করলে এলাকাবাসীর পক্ষ থেকে হাটহাজারী থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করা হয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল মুজাহিদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আসে। পরে অবৈধ দখল করা ঘর থেকে রাসেলকে বের করে দেয়া হয় বলে জানান তিনি।

এ বিষয়ে কাজী মাহাবুবুল আলমের পুত্র কাজী মিজান বলেন, ‘ঘরটি বিগত ৬০ বছর আগে আমার বাবা নির্মাণ করেন। তিনি উত্তরাধিকার সূত্রে আমার দাদা কাজী আবদুল কাদেরের কাছ থেকে এটি পান। সেমিপাকা ঘরটি ভেঙে পড়ার উপক্রম হলে আমরা সংস্কার কাজের জন্য বন্ধ রেখে অন্যত্র বাস করছি। এ সুযোগে রাসেল প্রকাশ তুরুল্যার ঘরটির দিকে নজর পড়ে।’ আজকের ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।