আজ বিশ্ব তামাক মুক্ত দিবস

No Smokeঢাকা: বিশ্ব তামাক মুক্ত দিবস আজ (৩১ মে, সোমবার)। ১৯৮৭ সাল থেকে প্রতিবছর ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে তামাকের স্বাস্থ্য ঝুঁকিসমূহ তুলে ধরে তামাক ব্যবহার প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ পালিত হয়ে আসছে। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব তামাক মুক্ত পৃথক বাণী প্রদান করেছেন।

এদিকে, দিবসটি উপলক্ষে বিভিন্ন সংঘঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে সভা, সেমিনার, সিম্পোজিয়া, শোভাযাত্রা উল্লেখ্যোগ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর সহযোগী সংস্থাসমূহ বিভিন্ন দেশের সরকারসমূহকে প্লেইন প্যাকেজিং প্রবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে। আর এ লক্ষ্যেই এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাদা মাটা মোড়ক (প্লেইন প্যাকেজিং) – তামাক নিয়ন্ত্রণে আগামী দিন।’

তামাক বিরোধী সংগঠনগুলো বলছে, তামাকের ব্যবহার কমাতে প্লেইন প্যাকেজিং (সাদামাটা মোড়ক) অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। প্লেইন প্যাকেজিং তামাকের প্যাকেট বা কৌটাকে তামাক ব্যবহারকারীর কাছে অত্যন্ত অনাকর্ষণীয় করে তোলে। এই পদ্ধতিতে তামাক পণ্যের প্যাকেট বা কৌটার গায়ে কোনো প্রকার প্রচারণামূলক ও বিভ্রান্তিকর শব্দ ব্যবহারের সুযোগ থাকে না, যা ছবিযুক্ত স্বাস্থ্য সর্তকবাণীর কার্যকারিতা বৃদ্ধিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তামাক ব্যবহারের কারণে অসুস্থ রোগীর চিকিৎসায় সরকারকে স্বাস্থ্যখাতে তার দ্বিগুণ অর্থ ব্যয় করতে হয়। তামাকজনিত মোট ক্ষয়ক্ষতি হিসেব করলে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ শতাংশ।