তাসমিয়া মেহেরুন উজমা :
আমি চিনি এক অদ্ভুত নারীকে
বিকেল গড়িয়ে রাত,
সংগ্রামী মা হেঁটে চলেছে,
কাধে তুলে সংসারী ভার।
আরেক নারী হেঁটে চলেছে পথ তার বহুদূর,
হাল্কা জিরিয়ে আবার হাঁটে, জীবনটা তার সংগ্রামে ভরপুর।
আরেক নারী সন্তান হারা, শোকের ছায়ায় পাথর,
নিশব্দে চোখের জল ফেলে যায়, হয়ে স্মৃতিকাতর।
আরেক নারী দেখেনি কখনো, মায়ের স্নিগ্ধশীতল ছায়া,
জীবন থেকে কেড়ে নিয়েছে “মা” ডাকের সেই মায়া।
আরেক নারী হারিয়ে স্বজন, দেশ স্বাধীনের পরে
থেমে রয় নি, লড়ে গিয়েছে, জননেত্রী হয়ে
প্রতিটি নারীর, সুপ্ত রয়েছে এমন হাজারো গল্প
যা জানি, দেখি অনুভূতির চোখে, তা কেবলই অল্প
নারী তুমি প্রেম, তুমি শক্তি, অসীম সাহসী বীর,
তুমি প্রেরণা, তুমি সুন্দর, তুমি শান্তির নীড়৷