পাহাড়তলী নজরুল ক্লাবে জাতীয় কবির ১১৮ তম জন্মোৎসব

চট্টগ্রাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণকৃত রাউজান উপজেলার প্রাচীন সামাজিক সংগঠন পাহাড়তলী নজরুল ক্লাবের উদ্যোগে কবির ১১৮ তম নজরুল জন্মোৎসব উদযাপিত হয়েছে।

গতকাল বুধবার পাহাড়তলী শেখপাড়াস্থ ক্লাব প্রাঙ্গণে কেককাটা, আলোচনাসভা ও কবির জাগরণী কবিতা আবৃত্তির মাধ্যমে এই উৎসব পালিত হয়।

ক্লাবের সভাপতি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী।

ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের ও সহ-সাধারণ সম্পাদক খোরশেদুল আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি তারেক চৌধুরী ও আনিসুজ্জামান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ মেম্বার হাজী মমতাজ মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আমির হোসেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ মোরশেদ, সহ-সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাহিদ হোসেন, সহ অর্থ সম্পাদক সৈয়দ তানভীর, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, নোভেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাম্যবাদী কবি নজরুল ছিলেন অসম্প্রদায়িক চেতনার কবি। কবি তার লেখনির মাধ্যমে মানবতার জয়গান গেয়েছেন। সভা শেষে কেক কেটে কবির জন্মোৎসব পালন করা হয়।