চট্টগ্রামে স্টিল কারখানায় চার শ্রমিক দগ্ধ

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় আরএসআরএম নামের একটি স্টিল কারখানায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার কন্টিনিউয়াস কাটিং মেশিন (সিসিএম) ইউনিটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চার শ্রমিক হলেন- মোঃ জাফর, মোঃ জহির, সঞ্জু দাশ ও আবু বক্কর সিদ্দিক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি শাখার পরিদর্শক জহিরুল ইসলাম জানান, কারখানাটিতে ১২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলিয়ে তরল করা হয়। সিসিএম ইউনিটে তরল লোহা এক স্থান থেকে আরেক স্থানে নেয়ার সময় মেশিন থেকে ছিটকে পড়ে। এতে চার শ্রমিক দগ্ধ হন। এসময় সেখানে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চিকিৎসকদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, দগ্ধ শ্রমিকদের শরীরের ৪০ থেকে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।