চট্টগ্রামে ১০০ টন পঁচা খেজুর জব্দ

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, পঁচা ও নি¤œমানের ১০০ টন খেজুর জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে চৈতন্যগলি এলাকায় টিএটিসি কোল্ড স্টোরেজ নামের ওই হিমাগারে অভিযান চালানো হয়।

অভিযানে নেত্বত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে হিমাগারে মজুদ করে রাখা প্রায় ১০০ টন নি¤œমানের পচা খেজুর জব্দ করা হয়েছে। বস্তায় এসব খেজুর সংরক্ষণ করা হয়েছিল। নি¤œমানের মেয়াদোত্তীর্ণ খেজুরে যাতে বাজার প্রবেশ করতে না পারে সেজন্য হিমাগারে এ অভিযান চালানো হয়।