চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোঃ ইউনুছ নামের এক অপহৃত কার চালককে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বায়েজিদ বোস্তামি থানার রুবি গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আটক দুই অপহরণকারী হলেন- মোঃ আজাদ ও মোঃ হামিদ।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীতে আসার কথা বলে রাঙ্গুনিয়া চৌমুহনী এলাকা থেকে ইউনুছের কারটি ভাড়া করা হয়। এরপর রুবি গেট এলাকায় এনে তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ওসি বলেন, অভিযোগ পেয়ে রুবি গেট এলাকার ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইউনুছকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।