সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাটহাজারী কলেজ জাতীয়করণের লক্ষ্যে ‘ডিট অব গিফট’

প্রকাশিতঃ ১৯ মে ২০১৭ | ৫:০৩ অপরাহ্ন

মোঃ আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার পর চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা ও পৌর সদরে অবস্থিত ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হাটহাজারী কলেজটি জাতীয়করণের লক্ষ্যে ডিট অব গিফট (দানপত্র) দলিলের কাজ হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসে ১৮ মে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

স্থাবর-অস্থাবর মিলে ৬০ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ১শত ৭৮ টাকা ৫ পয়সার সম্পত্তি কলেজের দায়িত্বশীল শিক্ষক ও গভর্ণিং বডির সদস্যবৃন্দের উপস্থিতে সরকারের নামে ডিড অফ গিফট (দানপত্র) দলিল সম্পন্ন করেন কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন। এর মাধ্যমে হাটহাজারীবাসির দীর্ঘদিনের দাবী পূরণ হলো।

কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটি, কর্মচারী, অবিভাবক ও পৌরবাসীর পক্ষ থেকে এ কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, স্থানীয় সাংসদ পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের কলেজ র‌্যাঙ্কিং এ ১২৪ তম বিভাগীয় পর্যায়ে ১৪ ও চট্টগ্রাম জেলায় সপ্তম অবস্থানে ছিলো কলেজটি। হাটহাজারীর এ কলেজকে জাতীয়করণের জন্য স্থানীয় সাংসদ ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ডিও লেটারও দিয়েছিলেন।