রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নেতার ইনবক্সে ফান করে লেখা ‘আমজনতা’ এরশাদের নতুন জোটের শরীকদার!

প্রকাশিতঃ ১৯ মে ২০১৭ | ২:৪৯ অপরাহ্ন

সিলেট : চলতি মাসের শুরুর দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ নিয়ে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের রাজনৈতিক অঙ্গনে। এরশাদের পক্ষ থেকে নতুন জোটে অংশ নিতে নাম চাওয়া হয় রাজনৈতিক দলগুলো থেকে।

গত ৫ মে মজা করে সিলেটের এক তরুণ জাতীয় পার্টির এক নেতাকে ইনবক্স করে বললেন, আমাদের একটি রাজনৈতিক দল আছে, আমি এর চেয়ারম্যান। আপনাদের প্রক্রিয়াধীন জোটে যোগ দিতে চাই।

সঙ্গে সঙ্গে সাড়া দিলেন নেতা- কী নাম আপনার পার্টির! তরুণ তৎক্ষণাৎ বানিয়ে দিলেন একটা নাম- ‘আমজনতা’। নেতার আর কোনো জবাব নেই।

এর তিনদিন পর ৫৮ টি দল নিয়ে এরশাদের নেতৃত্বাধীন ডাউস সাইজের নতুন জোটের ঘোষণা এলো। গণমাধ্যমে জোটভুক্ত ৪৫ টি দলের নাম ছাপা হলো। মজার ব্যাপার হচ্ছে, তরুণের দুষ্টুমী করা রাজনৈতিক দল সেই ‘আমজনতা’ও আছে তালিকায়। তরুণের বিস্ময় কাটে না, এও কী করে সম্ভব!

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট শহরের তরুণ এই ব্যাংকার বলেন, তালিকায় দুষ্টুমী করে আমার দেয়া নাম দেখে মনে হলো আকাশ থেকে পড়েছি। ১০ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের (জাতীয় পার্টি) এই দেউলিয়াত্ব ও ঠুনকো কাজকারবার আমাকে যারপরনাই অবাক করেছে। কেন যে দুষ্টুমিটা করলাম। দুষ্টুমী না করলে আজকে হয়তো এতটা অবাক হতে হতো না। বলেন ওই তরুণ ব্যাংকার।

জানা যায়, দুষ্টুমির ছলে তরুণটি যাকে ইনবক্স করেছিলেন তিনি হলেন বিরোধী দলীয় হুইপ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন। সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য। একই সাথে সিলেট জেলা জাতীয় পার্টিরও সভাপতি তিনি।

এ প্রসঙ্গে কথা বলার জন্য শুক্রবার সকালে চেষ্টা করেও পাওয়া যায়নি জাতীয় পার্টির শীর্ষ এ নেতাকে। পরে সিলেটে একুশে পত্রিকার এক শুভার্থীর ফোন ধরেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণকাজে ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান হুইপ সেলিম উদ্দিন।

এ প্রসঙ্গে জানার জন্য একুশে পত্রিকার পক্ষে জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম মেম্বার জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। শুক্রবার দুপুর ১২ টার দিকে মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। প্রতিবার রিং হয়, কিন্তু তিনি রিসিভ করেন না।

এরশাদের নতুন জোটের অন্যতম শরীক নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন একুশে পত্রিকার কাছে তাদের নতুন জোটে ‘আমজনতা’ নামে একটি রাজনৈতিক দলের নাম থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আমজনতা’ যুক্ত হওয়ার প্রক্রিয়ার কথা জানালে মাওলানা এম এ মতিন বলেন, কেবল ‘আমজনতা’ই নয়, অনেক ভুয়া ও নামসর্বস্ব সংগঠন যুক্ত হয়েছে এই জোটে। যাদের অনেককেই আমরা চিনি না। কেউ একদল, এক পার্টি। আবার কোনোটার অস্তিত্বও নেই।

ভুয়া সংগঠন নিয়ে গঠিত জোটে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল কেন যুক্ত হলো জানতে চাইলে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের দিকে তাকিয়ে একটি বিশেষ প্রেক্ষাপটে এই জোটে যুক্ত হয়েছি। এসেই দেখি জোটে নামসর্বস্ব, ভুয়া রাজনৈতিক দলের ছড়াছড়ি। অবস্থা বিবেচনা করে প্রয়োজন হলে নতুন সিদ্ধান্ত নেবেন বলেও জানান ইসলামের প্রগতিশীল শক্তির নেতৃত্ব দানকারী হিসেবে পরিচিত এই নেতা।

গত ৮ মে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)’ নামে নতুন এই রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
জোটে দুটি নিবন্ধিত দলসহ মোট ৫৮টি রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধিত দল দুটি হচ্ছে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।