সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার নাম মুছে ফেলা যাবে না’

প্রকাশিতঃ ৩০ মে ২০১৬ | ৪:০৭ অপরাহ্ন

একুশ প্রতিবেদক

Screenshot_26বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এই দেশের মানুষের মন থেকে কখনো মুছে ফেলা যাবে না। তিনি আছেন, থাকবেন ১৬ কোটি মানুষের অন্তরজুড়ে। ৩৫ তম শাহাদাত বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে গিয়ে বিএনপি নেতারা এই অভিমত ব্যক্ত করেন।

সোমবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন, মাজার জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ২নং গেইট ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পন করা হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উদেষ্টা সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সামশুল আলম, বিএনপি নেতা মোঃ মিয়া ভোলা, মোঃ আলী, এম.এ. আজিজ, শেখ নুরুল্লাহ বাহার, এস.এম. সাইফুল আলম, সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ড, ১৫টি থানা ও অঙ্গ সংগঠনের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এপিডটকম/এটি