সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানের দায়ে একজনের যাবজ্জীবন

| প্রকাশিতঃ ৩০ মে ২০১৬ | ৩:৪৫ অপরাহ্ন

একুশে প্রতিবেদক

chittagong courtচট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত অান্তর্জাতিক বিমানবন্দরে ৫৮টি সোনার বার চোরাচালানে জড়িত থাকার দায়ে আব্দুল্লাহ আল অামীন (৩৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তাকে দশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের অাদেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অাসামির অনুপস্থিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ অাদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূ্ত্র জানায়, গত ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম শাহ আমানত অান্তর্জাতিক বিমানবন্দরে ৫৮টি সোনার বারসহ গ্রেপ্তার হন রাউজানের বিনাজুরির আব্দুল্লাহ আল অামীন। তার বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক কর্মকর্তা পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে গত ২০১৫ সালের ৩১ জানুয়ারি দণ্ডিত আসামিকেই অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।

একই বছরের ১৩ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে। মোট ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। একই রায়ে তাকে দশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের অাদেশ দেয়া হয়েছে। তবে বিচার শুরুর আগে থেকে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।

এপডটকম/এটি