রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চীনা যুবতী ধর্ষণ।। বাংলাদেশির বিরুদ্ধে সিঙ্গাপুর আদালতে অভিযোগ গঠন

প্রকাশিতঃ ১৭ মে ২০১৭ | ৬:৫১ অপরাহ্ন

ফজলে রুবেল, সিঙ্গাপুর থেকে : ফজলে রুবেল, সিঙ্গাপুর থেকে : চীনা তরুণীকে ধর্ষণের ঘটনায় বাংলাদেশি এক নির্মাণশ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে সিঙ্গাপুরের আদালত। সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের একটি আদালত আসামীর উপস্থিতিতে এই অভিযোগ গঠন করে। অভিযুক্ত বাংলাদেশি শ্রমিকের নাম লিটন প্রামাণিক (২৪)। তিনি বর্তমানে সিঙ্গাপুরের কারাগারে আটক আছেন।

সিঙ্গাপুর আদালতের প্রসিকিউটর স্টেল্লা তান, স্র্রুতি বুপ্পানা জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে ৪০ বছর বয়সী এক চীনা যুবতী সিঙ্গাপুরের ম্যাকরিছি রিস্যারভেয়র পার্কের লরনি ট্রেলের পাশে হাঁটছিলেন। এসময় লিটন তাকে একা পেয়ে যৌনতার আবেদন করে। যুবতী প্রত্যাখ্যান করলে লিটন গলায় ছুরি ধরে তার মুখ বেঁধে ফেলে এবং পার্কের নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেই যুবতীকে একাধিকবার ধর্ষণ করে। এরপর পাশের ঝোপে ছুরি ফেলে সেখান থেকে সে পালিয়ে যায়।

ঘটনার পর ধর্ষণের শিকার যুবতী তার প্রেমিককে ফোন করে ঘটনাস্থলে আসতে অনুরোধ জানান। তিনি ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যান এবং এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সেদিনই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবহৃত টিস্যু, ঘটনাস্থলের মাটি আঁচড়ানো ঘাস, এলোমেলো লতাপাতা দেখতে পান। পাশের ঝোপঝাড় থেকে ছুরিটিও উদ্ধার করে পুলিশ। এরপর সিঙ্গাপুর পুলিশের একটি চৌকস দল ১০ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ছুরিতে ধর্ষক লিটনের ডান হতের ছাপ পাওয়া যায়। ডিএনএ টেস্টের পর পরিত্যক্ত টিস্যুতে এবং ভিকটিমের পোশাকে লিটনের ধর্ষণের আলামতও পায় পুলিশ। এছাড়া উভয়ের রক্ত পরীক্ষার আলামতেও লিটনের ধর্ষণ-সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।
সোমবার আদালতে এই সংক্রান্ত অভিযোগ গঠনের শুনানির সময় এসব আলামত ও তথ্যপ্রমাণ উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের কৌসুঁলী স্টেল্লা তান ও স্র্রুতি বুপ্পানা। এসময় লিটন ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করে।

এদিকে ক্রিমিনাল লিগ্যাল এইড স্কিমের অধীনে লিটনের পক্ষে একজন আইনজীবী নিয়োজিত থাকলেও ধষর্ণের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়ে উঠায় সেই আইনজীবী লিটনের পক্ষত্যাগ করেছেন।

নিয়মানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার রায় হবে। ধর্ষণ প্রমাণিত হলে লিটন প্রামাণিকের ৮ বছরের কারাদন্ডসহ ১২টি বেত্রাঘাতের সাজা হতে পারে রায়ে।