সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাইলেন্ট মোডে থাকা মোবাইল কিভাবে খুঁজবেন?

প্রকাশিতঃ ১৭ মে ২০১৭ | ৪:২৪ অপরাহ্ন

সাধারণত মোবাইল ফোন খুঁজে না পেলে কি করি? সহজতম পন্থা হচ্ছে, অন্য ফোন থেকে ডায়াল করা। এতে রিংটোন বেজে উঠলে আপনি মুহুর্তেই ফোনটি খুঁজে পেতে পারেন। কিন্তু মনে করুন, মোবাইল ফোনটি সাইলেন্ট অবস্থায় রেখেছেন, খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন?

আইটি এক্সপার্টরা সাইলেন্ট মোডে থাকা ফোনও খুঁজে বের করার কৌশল বের করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে আইটি এক্সপার্ট মাহবুবুল ইসলাম জানালেন, প্রথমে অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে সার্চ বারে লিখতে হবে ‘ফাইন্ড মাই ফোন’। তারপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করলে নিজের মোবাইলের লোকেশন দেখা যাবে গুগলে।

এরপর অপশন আসবে, যেটির মাধ্যমে ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি ‘অন’ করে দিতে হবে।
এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করলেই হবে।

মাহবুব বলেন , ফোন সাইলেন্ট মুডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরা হচ্ছে, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। সে আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বার করা তো কোনো ব্যাপারই নয়।
একই পদ্ধতিতে হারানো অ্যান্ড্রয়েড ট্যাবও খুঁজে পাওয়া যাবে।

তবে মাহবুব জানান, এ পদ্ধতি প্রয়োগ করতে অবশ্যই ডিভাইস থেকে যেন গুগল অ্যাকাউন্টে সাইনইন করা থাকে-সেটা খেয়াল রাখতে হবে।
নইলে এ পদ্ধতি কার্যকর হবে না বলেও সতর্ক করেন তিনি।