সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে পুলিশকে সকলের সহায়তা করা প্রয়োজন। পুলিশই জনতা-জনতাই পুলিশ এ কথাটি সবাইকে মনে রেখে জনতা ও পুলিশের মধ্যে গড়ে তুলতে হবে সেতুবন্ধন। পুলিশ-জনতার সমন্বয় হলেই অপরাধ ও অপরাধী উভয়ই এলাকা ছেড়ে পালাবে।’
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ছাতকে মঙ্গলবাল কমিউনিটি পুলিশিং’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার থানা চত্বরে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার বলেন, ছাতক সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে কম-বেশি বিভিন্ন ধরনের অপরাধ ঘটতে পারে। অপরাধ বিষয়ে তাকে অবহিত করলে তিনি দ্রত ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন।
এছাড়াও থানা পুলিশের দায়িত্বশীলরা যদি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না চায় তাহলে তিনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন জানিয়ে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে অপরাধ বিষয়ে তাকে অবহিত করার জন্য সমাবেশে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) দোলন মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক ছানাউর রহমান ছানা, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল প্রমুখ।