রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজার কারাগারে নারী হাজতির মৃত্যু

প্রকাশিতঃ ১৫ মে ২০১৭ | ৯:০৪ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতি আমেনা খাতুন (৫০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার নবী হোসেনের স্ত্রী।

কারাগার সূত্রে জানা যায়, এক মাস ২১ দিন আগে কারাগারে আসা হাজতি আমেনা খাতুনের রবিবার রাতে পায়খানা ও বমি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আবদুর রহিম শাহীন হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।