একুশে প্রতিবেদক
জয়ের সঙ্গে বৈঠকের নাটকটি ভালোমতো সাজাতে পারেনি মেন্দি এন সাফাদি। বিএনপির পক্ষে নাটকটি সাজাতে গিয়েও বার বার ব্যর্থ হয়েছেন তিনি। এটি মঞ্চস্থ হওয়ার পরই মূলত স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি সাফাদিকে দিয়ে নতুন ‘জয়নাটক’ করতে গিয়ে ধরা খেয়েছে জাতির সামনে। বিবিসি বাংলায় জয় ইস্যুতে দেয়া সাক্ষাৎকারের নানা অসঙ্গতিই বলে দিচ্ছে এটি একটা কৌতুক ছাড়া আর কিছুই নয়। আর এটিকে কৌতুক বলছেন খোদ মেন্দি এন সাফাদির পেইজবুক পেইজে।
প্রথমদিন বিবিসি বাংলায় জ্যাকব মিল্টনের সাথে এককভাবে এবং দ্বিতীয় দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লন্ডন প্রবাসী জাহিদ এফ সরদার সাদির সঙ্গে যৌথভাবে দেয়া সাক্ষাৎকার দুটি নিজের পেইজবুকে আপলোড করেছেন সাফাদি। সেই ভিডিও থেকে জয়ের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে সাফাদির বক্তব্যের অসঙ্গতিগুলো খুঁজে বের করছেন সামাজিক যোগাযোগের ইউজাররা। এক্ষেত্রে নানা কমেন্টও জুড়ে দিচ্ছেন তারা।
সাজিব ওয়াজেদ জয়ের সঙ্গে দুইমাসেরও বেশি আগে ওয়াশিংটনে সাক্ষাৎ হয়েছে বলে সাফাদি দাবি করেছেন সেই সাক্ষাৎকারে। কিন্তু তিনি জানতেন না জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান বা প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। তবে বাংলাদেশের হাই প্রোফাইলের কেউ হবে সেটি বুঝতে পেরেছিলেন সাফাদি। এছাড়া সাক্ষাৎকারের উদ্দেশ্যটিও স্পষ্ট করতে পারেন নি সাফাদি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, ভালো করে চিনেন না, জানেন না এমন একজন মানুষকে সাফাদি সাক্ষাৎ দিতে গেলেন কেন? এছাড়া যতবারই তিনি সাফাদির নাম উচ্চারণ করেছেন ততবারই তিনি লিখে আনা কাগজের দিকে তাকিয়েছেন। জয়ের নামটিও উচ্চারণ করেছেন ভুলভাবে- ‘সাজিব ওয়াজেদ জয়ো’ বলে। দ্বিতীয় সাক্ষাৎকরের পুরোটাই জুড়ে কথা বলেছেন বিএনপির লন্ডন উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী। সাফাদিকে সামনে রেখে জয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সেটি জানাতে পুরো আলোচনাজুড়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।
এসব অসংলগ্ন আচরণগুলো বের করে সাফাদির পেইজবুকে একজন বলছেন, এতবড় আহম্মক কোনোদিন দেখি নাই ! ভিডিওটা যে পরিকল্পিত তা স্পষ্টই বোঝা যাচ্ছে ! এই ভিডিওটাতে মেন্দি সাফাদি যতবার জয়ের নাম উল্লেখ করেছেন ততবারই টেবিলের উপর কাগজে লেখা দেখে “সজিব ওয়াজেদ জয়” নামটা উচ্চারণ করেছেন। এছাড়া মেন্দি সাফাদি কখনোই নিচের দিকে তাকিয়ে কথা বলেন নাই । তিনি সজিব ওয়াজেদ জয়কে চিনেনই না, অবশ্য এই নামটা কেউ লিখে দিয়েছে বলার জন্য।
তার মতে, অমিত শাহ’র ফোনালাপ, মার্কিন কংগ্রেস ম্যানের জাল স্বাক্ষর , চাঁদে সাঈদিকে দেখানোর মতো আরেকটা ঘটনা । হোয়াট নেক্সট?
জাহিদ এফ সরদার সাদীকে উদ্দেশ্য করে একজন বলছেন, ‘আসলামেরও ২ মাস আগে জয়ের সাথে দেখা করেছিলেন মোসাদ এজেন্ট সাফাদি? তাহলে আসলামকে সরকার গ্রেফতার করলো, রিমান্ড এ নিল, তার পরে আপনার বুদ্ধি বেরোলো? এই পিপীলিকার ব্রেন নিয়ে বাংলাদেশের ফরেন মিনিস্টারের স্বপ্ন দেখেন? গত বছর ১৬ জন কংগ্রেস ম্যান এর স্বাক্ষর নকল করেছিলেন সেটাও ধরা খাইছেন।’