নোমান ‌’কানা’, কাদের ‘লফর’, শাহাদাত ‘দাতের ডাক্তার’!

একুশে প্রতিবেদক

Screenshot_25চট্টগ্রাম : আবদুল্লাহ আল নোমান ‘কানা’, আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘আমীর’, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ‘লফর’ আর শাহাদাত হোসেন দাতের ডাক্তার। বিএনপির এই চার শীর্ষ নেতাকে এমন বিশেষণে বিশেষায়িতের পর তাদেরকে ‘মরা’ কুকুর বলা হয়েছে সদ্য গ্রেফতার হওয়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ফেসবুক পেইজে। ২০ মে আসলাম চৌধুরীর পেইজে এধরনের বিশেষণ সম্বলিত পোস্টটি দেন মো. কাওসার খান নামে জনৈক ব্যক্তি।

কেবল তাই নয়, চট্টগ্রামের বিএনপি নেতাদের ‘হিজড়া’ অভিহিত করে পোস্টটিতে আসলাম চৌধুরীর মুক্তির জন্য চট্টগ্রামের বিএনপি নেতাদের নীরব ভূমিকায় ক্ষোভ ও বিষোদ্গার করা হয়।

চট্টগ্রামের নেতাদের ‘হাইব্রিড’ উল্লেখ করে বলা হয়, তাদের ‘নীরবতা’ প্রমাণ করে আসলাম চৌধুরী ইন্ডিয়ান দালাল ও দলের কিছু সুবিধাবাদী নেতার প্রতিহিংসার শিকার। সদ্য শেষ হওযা কাউন্সিলে আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়াটাই এই প্রতিহিংসার কারণ বলে উল্লেখ করা হয় সেখানে।

এছাড়া আসলাম চৌধুরীকে বর্তমান সময়ে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় নেতা দাবি করে তাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের নেতা উল্লেখ করা হয়।