জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : ত্রাণের তালিকা করার ক্ষেত্রে প্রকৃত ফসলহারা কৃষক পরিবারকে বাদ দেয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমানের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, ত্রাণের তালিকায় অকাল বন্যায় ফসলহারা হিসেবে ফতেপুর গ্রামের অনেক কৃষক পরিবারের নাম নেই। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে যারা ফসল ঘরে তুলছে, তাদের নাম রয়েছে তালিকায়। যাদের নাম রয়েছে তারা অনেকেই স্বাবলম্বী।
ভুক্তভোগীরা জানান, তালিকা প্রকাশের ব্যাপারে আমরা গ্রামের সাধারণ কৃষক বার বার মেম্বার আতাউরকে জিজ্ঞাসা করলে তিনি পাশ কাটিয়ে যান এবং আমাদের সাথে অশোভন আচরণ করেন। শুধু তাই না আতাউর রহমান নিজের ইচ্ছামত তালিকা তৈরী করে সরকারী অনুদানের চাল, নগদ টাকা থেকে বাদ রেখেছেন অনেক কৃষক পরিবারকে।
গত ১১ মে ৭নং ওয়ার্ডের ফসলহারা ২৬ জন কৃষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়ের করেন। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।