শংকর চৌধুরী, খাগড়াছড়ি : বজ্রপাতে খাগড়াছড়ির পৃথক স্থানে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের ভাইবোনছড়া ও বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাইবোনছড়া এলাকার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা (২০) এবং বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২)।
বজ্রপাতে ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান। ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, মারমা নিজ বাড়িতে বসে দুপুরের খাবার খাওয়ার সময় বজ্রপাতে মা ছেলের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।