চট্টগ্রাম: চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন বড় দিঘীর পাড় এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় একটি টেম্পু চুরমার হয়ে আহত হয়েছেন দুজন। রোববার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- টেম্পুচালক তোতা মিয়া (২৫) এবং আরোহী মো. ইমরান (২৫)। তারা পণ্য পরিবহনের কাজ করছিলেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনের কাছাকাছি ভাটিয়ারি থেকে বড় দিঘীর পাড়ে যাওয়ার রাস্তায় এলে রেললাইনের উপর থাকা একটি টেম্পুকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত দুজন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে তোতা মিয়ার মাথায় গুরুতর জখম আছে। ইমরানের মাথা আর শরীরে হালকা আঘাতের জখম রয়েছে। ডেমু ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আনা-নেওয়ায় ব্যবহৃত হয়।