ঢাকা: ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের খবরকে ভিত্তিহীন দাবি করে বিবিসি বাংলাকে ভবিষ্যতে এ ধরনের খবর পরিবেশনে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ একথা জানান।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সঙ্গে ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির বৈঠকের যে সংবাদটি বিবিসি বাংলার অনলাইনে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরূপে অসত্য, কল্পিত, নির্জলা মিথ্যাচারে পরিপুষ্ট। আমরা এই প্রতিষ্ঠানটির এহেন ভিত্তিহীন সংবাদ পরিবেশনায় ক্ষুদ্ধ, ব্যথিত, হতাশ ও মর্মাহত। আমরা মনে করি এ খবরটি প্রকাশের আগে তাদের বস্তুনিষ্ঠতা যাচাইয়ের প্রয়োজনীয়তা ছিল। আমরা সংশ্লিষ্টদের কাছে এ ধরনের সংবাদ পরিবেশনার ক্ষেত্রে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী।