সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তা গ্রেফতার

| প্রকাশিতঃ ২৯ মে ২০১৬ | ১০:৩৪ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রামে ব্যাংক এশিয়া লিমিটেড’র দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে অর্থ আত্মসাতে সহযোগীতা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

দুই কর্মকর্তা হলেন ব্যাংক এশিয়া লিমিটেড সিডিএ এভিনিউ শাখা প্রধান হোসনে জামান ও ভাটিয়ারি শাখার ম্যানেজার (অপারেশন) মিজানুর রহমান।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এমএইচ রহমতউল্লাহ জানান, হোসনে জামান ও মিজানুর রহমান ২০১০ সালে শাহ আমানত আয়রন মার্ট ও আল মদিনা এন্টারপ্রাইজের নামে এলসি খোলা বাবদ ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা ঋণ প্রাপ্তি ও আত্মসাতের মামলার আসামী গিয়াস উদ্দিনকে সহযোগীতা করেন বলে প্রমাণ পাওয়া যায়।

এ অভিযোগে সীতাকুন্ড থানায় দায়ের হওয়া এ মামলায় তাদের গ্রেফতার করা হয়। মামলাটি দায়ের হয় ২০১৪ সালে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। রোববার বিকেলে এ দুই ব্যাংক কর্মকর্তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।