সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অনুমতি ছাড়া অন্য ব্যক্তির ছবি শেয়ার করা যাবে না টুইটারে

প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০২১ | ২:১০ অপরাহ্ন


তথ্যপ্রযুক্তি ডেস্ক : অন্য কোনো ব্যক্তির ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করতে এখন থেকে তার অনুমতি লাগবে। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

টুইটারের গোপনীয়তা নীতিতে আগে থেকেই এই প্ল্যাটফর্মে তৃতীয় কোনো ব্যক্তির মোবাইল নম্বর, ঠিকানা ও পরিচয়পত্র প্রকাশে আছে কঠোর নিষেধাজ্ঞা। এবার যুক্ত হলো নতুন এ নিয়ম। খবর রয়টার্সের

এক ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘন করে কোনো ব্যক্তির ছবি-ভিডিও শেয়ার করা হলে ওই বিষয়বস্তুটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে।

গত সোমবার টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল।