বিশ্বের দ্রুততম ক্যামেরা আবিষ্কার

বর্তমান সময়ে ক্যামেরা সবার প্রথম পছন্দের জিনিস। ক্যামেরার অনেক বিবর্তন হতে হতে আজ অনেক আপডেটেড এই জিনিসটি। এবার সুইডেনের একদল বিজ্ঞানী বিশ্বের দ্রুততম ক্যামেরা বানিয়ে ফেলেছে। এটা প্রতি সেকেন্ডে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটি ছবি তুলতে পারে।

রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা ও বায়োমেডিসিনের অতি দ্রুতগতির বিভিন্ন প্রক্রিয়া পর্যবেক্ষণে এই ক্যামেরা কাজে লাগানোর সুযোগ রয়েছে। অতি সূক্ষ্ম ফোটন কণার গতিবিধি ক্যাপচারের জন্য গবেষকেরা এই নতুন ক্যামেরা ব্যবহার করে দেখেছেন। ব্যাপারটা এত অল্প সময়ে ঘটে যে খালি চোখে দেখা বা সাধারণ ক্যামেরায় ছবি তোলা অসম্ভব।

গবেষকেরা জানিয়েছেন, নতুন ক্যামেরাটি প্রথমে ন্যাচারাল ওয়েতে ছবি তুলবে। এই ক্যামেরা প্রকৃতির সব সূক্ষ্ম কার্যক্রমের ছবি তোলার জন্য যথেষ্ট নয়। তবে প্লাজমা ফ্ল্যাশ, জ্বলন, প্রাণীর মস্তিষ্কের কার্যক্রম ও রাসায়নিক বিক্রিয়ার কিছু বিরল ছবি এটি ধারণ করতে পারবে। প্রকৃতিতে এমন অনেক কিছু এত দ্রুত ঘটে যে সেগুলোর চলমান ছবি বা ভিডিও করার সুযোগ নেই। তবে স্থিরচিত্র নেওয়া যায়। সেই স্থিরচিত্রগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে ভিজুয়্যাল কিংবা রানিং ছবি বানানোর চেষ্টা করা হবে।