চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডে রিসোর্স ফোম অ্যান্ড এক্সেসরিজ নামের একটি ফোম কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার ভোর ৬টার দিকে কর্ণফুলী ইপিজেডের ১৮ নম্বর প্লটে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।
এসময় ইপিজেড এলাকার বিভিন্ন কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকান্ডের সময় ক্ষতিগ্রস্থ কারখানায় কেউ ছিলেন না।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের আটটি গাড়ি গিয়ে সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় থাকা বিভিন্ন রাসায়নিক, যন্ত্রপাতি, ফোম তৈরীর বিভিন্ন উপকরণ পুড়ে গেছে। একতলা ভবনটির ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের অনুসন্ধান চলছে।