বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেলো কিশোরী

মোঃ আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে রুখে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং ইউএনও (ভারপ্রাপ্ত) এস আর আরমান শাকিল। ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলাস্থ মিরেরহাটের দক্ষিণ পাহাড়তলী আদর্শ গ্রামের মো. হোসেনের পুত্র সিএনজি চালক ইউছুপের সাথে একই এলাকার ১৪ বছরের এক মেয়ের বিয়ে হচ্ছে এমন সংবাদ ইউএনও (ভারপ্রাপ্ত) আরমান শাকিলের কাছে আসলে তিনি বরসহ বর ও কনের অভিভাবকদের মেহেদী রাতেই ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন।

পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। আর এর মাধ্যমে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পায় শিশুটি।

ভারপ্রাপ্ত ইউএনও আরমান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ের ব্যাপারে কোনো আপোস নেই। ভবিষ্যতে এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।