রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একসঙ্গে মিজান-প্রভা

প্রকাশিতঃ ২৯ মে ২০১৬ | ১২:১৪ পূর্বাহ্ন

provaঢাকা: আগামী ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকে টিভি পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। দু’জনই নিজ নিজ পরিচয়ে পরিচিত।

অভিনেতা মাজনুন মিজান ছোটপর্দার দাপুটে অভিনেতা। কালেভাদ্রে দেখা মেলে চলচ্চিত্রেও। বর্তমানে কাজ করছেন বসগিরি ছবিতে। অন্যদিকে প্রভা নিয়মিত নাটকে অভিনয় করছেন এবং আপাতত এটাই তার ধ্যান-জ্ঞান।

নতুন খবর হচ্ছে, তারা পর্দার হাজির হচ্ছেন ‘ইয়েস বস` নামের একটি টেলিফিল্মে। এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। গেল ২৬ মে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এর শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেতা মাজনুন মিজান জাগো নিউজকে বলেন, প্রভা এবং আমি এবারই প্রথম একটি টেলিফিল্মে একসঙ্গে কাজ করলাম। ভালো লেগেছে কাজটি করে। কারণ এখানে হিউম্যান রিলেশনশিপের একটি চিত্র ফুটে উঠবে। আমার বিশ্বাস `ইয়েস বস` দর্শকদের কাছে ভালো লাগবে।

মাজনুন মিজান-প্রভা ছাড়াও টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন মীর সাব্বির, ভিট মডেল মিথিলা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদে `ইয়েস বস` টেলিফিল্মটি চ্যানেল আই-তে প্রচারিত হবে।