রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

কন্যাসন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

| প্রকাশিতঃ ২৮ মে ২০১৬ | ৪:৫৯ অপরাহ্ন

Screenshot_11ঢাকা: কন্যাসন্তানের বাবা হয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারের কোলজুড়ে আসে কন্যাসন্তান।

এ সংবাদটি নিশ্চিত করেছেন রেলমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদার। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানান তিনি। গত বুধবার রাতে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।

আগামী ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন। ৬৯তম জন্মদিন পালনের আগেই সুখবরটি পেলেন তিনি। এই সুখবর রেলমন্ত্রী মুজিবুল হককে বাড়তি আনন্দ যোগাবে।

২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাঁকজমকপূর্ণ বিয়ে। বরযাত্রায় ছিলেন ছয় মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরবর্তী সময়ে ঢাকায় সম্পন্ন হয় বিবাহোত্তর সংবর্ধনা।