শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আলোকচিত্রে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা

প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৫ | ৭:৪৬ অপরাহ্ন

Climate-1সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তত্ত্বাবধানে আয়োজিত এক আলোকচিত্র প্রতিযোগিতা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর ধারণ করা আটটি আলোকচিত্র সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। পুরস্কার জেতা এই আটটির মধ্যে প্রথম স্থান অধিকার করে ভারতের আলোকচিত্রী সোমনাথ মূখোপাধ্যায়ের আলোকচিত্র। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন দুইজন ফিলিপাইনের নাগরিক। যথাক্রমে এরা হলেন : দিওনিশিও সালভাদর এবং রবার্ট অ্যান্থন অ্যাপারেটি। অতিরিক্ত সেরা কোটায় পুরস্কার জেতা আলোকচিত্রী ভিয়েতনামের থাও ভু সিয়ান।

সেরা আলোকচিত্রগুলোর প্রথম তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের পছন্দের ওপর ভিত্তি করে বাছাই করা হয়। এক্ষেত্রে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশের আকবর রাব্বি এবং তার সঙ্গে নেপালের অপর দুইজন বিচারকও ছিলেন। এরা হলেন- সুজন অধিকারী এবং সুরাজ অধিকারী। এই বিচারকদের চূড়ান্ত রায়ের ভিত্তিতেই শ্রেষ্ঠ আলোকচিত্র বাছাই করে পুরস্কৃত করা হয়।

 

Climate-2এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চল বিশ্ব জলবায়ু পরিবর্তের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সেরা আলোকচিত্রগুলোর মূল বিষয় ছিল এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক নেতিবাচক পরিবর্তন। পানি সঙ্কট, চরম আবহাওয়া এবং মরুকরণ ইত্যাদি কেন ঘটছে এবং অদূর ভবিষ্যতে এর কী কী প্রভাব এই অঞ্চলে পড়বে সেগুলোই তাদের আলোকচিত্রের মাধ্যমে উঠে এসেছে।

সতীন্দ্র বিন্দ্রা নামের এডিবি কর্মকর্তা বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো তুলে আনতে সক্ষম হয়েছি এবং বিশ্ববাসীর কাছে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে বলতে পেরেছি। তাছাড়া এটা শুধুই একটি প্রতিযোগিতা নয় বরং এর মাধ্যমে আমরা কিছুটা হলেও বিশ্বকে নাড়া দিতে পেরেছি যা নিকট ভবিষ্যতে পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত চেষ্টার তাগিদ তৈরি করবে।’

প্রতিযোগিতাটি আরেক ইন্টারনেট ভিত্তিক সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচালিত হয়।