পটিয়ায় সংঘর্ষে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় আশিয়া ইউনিয়ন ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি ভোট কেন্দ্রে সংঘর্ষ চলাকালে বাবুল শীল (৬৫) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি ওই ব্যক্তি ‘হৃদরোগে’ মারা যান। শনিবার সকাল ৯টার দিকে আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসাদ আলী ফকির মাজার সংলগ্ন মাদ্রাসা কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাবুল আশিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সেলুনে কাজ করতেন।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ বলেন, ভোট দিতে এসে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

এদিকে নিহত বাবুল শীলের ছেলে জিতেন শীল জানান, ইউপি সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ও নুরুল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শফিকুলের পক্ষের লোকজন আমার বাবাকে মারধর করে। এতে তিনি মারা যান।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেব আরতি চৌধুরী বলেন, বাবুল শীলকে হাসপাতালে আনা হলে, তাকে মৃত অবস্থায় পাই। তার শরীরে আঘাতের চিহ্ন পাইনি।