চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের হাইদগাঁও কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনজুর আহমদ নুরী (৫৫) অসুস্থ হয়ে মারা গেছেন। বিকেল সাড়ে চারটার দিকেভোট গণনার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এরপর তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনজুর আহমদ নুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবারতী চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, ভোট গণনার সময় বিকেল সাড়ে চারটার দিকে মনজুর আহমদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে, সেখানে তিনি মারা যান।