রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বোয়ালখালীতে বিএনপি সমর্থককে এসিড খাইয়ে দেয়ার অভিযোগ

| প্রকাশিতঃ ২৮ মে ২০১৬ | ৮:০৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক বিএনপি সমর্থককে জোরপূর্বক এসিড খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার দুপুর ২টার দিকে পশ্চিম শাকপুরার কাজী বাড়ী কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম পশ্চিম শাকপুরার আজম তালুকদারের বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকপুরা ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শওকত আলীর পক্ষে কাজ করেছিলেন জাহাঙ্গীর। দুপুর দুইটার দিকে কাজী বাড়ী ভোট কেন্দ্রের বাইরে কয়েকজন প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক এসিড খাইয়ে দেয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ বাবর বলেন, পরিবারের লোকজন জানিয়েছে, জাহাঙ্গীরকে এসিড খাইয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসিডে তার কন্ঠনালীসহ লিভারে ক্ষত হয়েছে। বমির সাথে রক্ত বের হচ্ছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।