সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

বোয়ালখালীতে দক্ষিণ জেলা আ’লীগ নেতা সুজন আটক

| প্রকাশিতঃ ২৮ মে ২০১৬ | ৩:১১ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজনকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা ১২ টার দিকে তাকে বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে আটক করা হয়েছে।

আব্দুল কাদের সুজনের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো.আব্দুল ওয়াদুদ কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুল ইসলাম বলেন, আব্দুল কাদের সুজনকে বিজিবি আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে। আপাতত তাকে ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে।