বিমান যাত্রীর কোমর থেকে ৮৪ স্বর্ণের বার উদ্ধার

goldঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কোমর থেকে দুই প্যাকে ৮৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার সকালে আবুল হোসেন নামে ওই যাত্রী থেকে স্বর্ণের বারগুলো আটক করা হয়। ওই যাত্রী কাতার হতে কিউআর ৬৩৬ ফ্লাইটেযোগে সকাল ৬ টায় বিমানবন্দরে অবতরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, শুল্ক গোয়েন্দার সদস্যরা কাতার থেকে আসা ওই যাত্রীকে আজ সকালে সন্দেহজনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী কোমরে দুটো প্যাকেটে এই স্বর্ণ লুকিয়ে রাখার কথা জানান।

পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা কোমড় থেকে ৮৪টি স্বর্ণের বার ও আরো কিছু স্বর্ণের গহনা উদ্ধার করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সহকারী পরিচালক তারেক মাহমুদ জানান, উদ্ধারকৃত স্বর্ণে ওজন ১০ কেজি। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫ লাখ টাকা।