নির্বাচনী সহিংসতায় মায়ের পেটে প্রাণ গেল শিশুর

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার বড়উঠান ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের লোকজন ছয় মাসের অন্তসত্তা ফাতেমা খাতুনের পেটে লাথি মারে। গুরুতর আহত হয়ে প্রসব ব্যথায় কাঁতরানোর একপর্যায়ে মৃত সন্তান প্রসব করেন ফাতেমা।

শুক্রবার দুপুরে বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর এলাকায় এ লোমহর্ষক ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়ে ৮জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- ফাতেমা খাতুন, আমির হোসেন, লাকি আক্তার, শাহজাহান, আবদুস সবুর, নুর জাহান, আব্দুর রহিম ও আব্দুল মালেক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর ব্যানার ছেঁড়া নিয়ে দ্বন্ধের জের ধরে বড়উঠান ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদারের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী শাহাজাহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে নৌকাপ্রার্থীর সমর্থক আমির হোসেনকে মারতে তার ঘরে হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর লোকজন। এসময় স্বামীকে বাঁচাতে ছুঁটে আসা অন্তসত্তা ফাতেমা খাতুনের পেটে লাঠি দিয়ে আঘাত করে হামলাকারীরা। এতে গুরুতর আহত হয়ে কাঁতরাতে থাকেন ফাতেমা। পরে মৃত শিশু প্রসব করেন তিনি।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে গুরুতর আহত ফাতেমা খাতুন মৃত বাচ্চা প্রসব করেছেন। ময়নাতদন্তের জন্য বাচ্চাটিকে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।