আন্তর্জাতিক ডেস্ক : ট্যাক্সিচালকের হাতে ধর্ষিতা হয় মহিলা যাত্রী। মাঝে মধ্যেই এমন ঘটনা সংবাদের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার ঘটল একেবারে উল্টো ঘটনা। এক মহিলা যাত্রীই ট্যাক্সিচালককে ধর্ষণ করে তাঁর সর্বস্ব লুট করল।
এমনই বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে। বুধবার ভোরে ২৩ বছরের সুন্দরী ব্রিটনি কার্টার দুই ব্যক্তির সাহায্য নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা নাগাদ ব্রিটনি তার দুই সঙ্গী কোরি জ্যাকসন এবং আরেকজনের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে একটি ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সিতে ওঠামাত্র চালকের গলায় ছুরি ধরে জিম্মি করে কোরি।
আর সেই সুযোগেই চালককে ধর্ষণ করে ব্রিটনি। আকস্মিক এবং অপ্রত্যাশিত এমন ঘটনায় হকচকিয়ে যান চালক। কী করবেন বুঝেই উঠতে পারেন না। তবে শুধু ধর্ষণ করেই চালককে ছেড়ে দেয়নি দুষ্কৃতিরা, চালকের কাছ থেকে হাজার দুয়েক টাকাও ছিনতাই করে চম্পট দেয় মহিলা ও তার সঙ্গীরা।
ঘটনাস্থল ফিন্ডলেস লার্কিন্স স্ট্রিটের কাছের একটি থানায় ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ট্যাক্সিচালক। তারপরই তাদের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তদন্তে নেমে কার্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক।
গত বছর কার্টারের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগ উঠেছিল। এবার তার নাম জড়াল ধর্ষণ ও ছিনতাইয়ের সঙ্গেও। পলাতক জ্যাকসনের বিরুদ্ধে আবার খুনের অভিযোগ রয়েছে।