রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বাসা থেকে ১৬ রাউন্ড গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি

| প্রকাশিতঃ ২৭ মে ২০১৬ | ৬:০১ অপরাহ্ন

police pistol gunচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার এসআই জাফর আহমেদের বাসার তালা ভেঙে ১৬ রাউন্ড গুলিসহ তার সরকারী পিস্তল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে শুক্রবার ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হলে বিষয়টি জানাজানি হয়।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাসায় পিস্তল ও ১৬ রাউন্ড গুলি রেখে থানায় আসেন এসআই জাফর আহমেদ। এরপর সাড়ে ১২টার দিকে বাসায় গিয়ে তিনি দেখতে পান বাসার দরজায় থাকা তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে নিজের নামে বরাদ্দকৃত পিস্তল ও ১৬ গুলি রাউন্ড গুলি পাননি তিনি।

ওসি বলেন, ওই বাসাটি থানা ভবনের কাছেই। ব্যাচেলর বাসাটিতে এসআই জাফর ও অন্য একজন থাকতেন। এ ঘটনায় অজ্ঞাতনাদের আসামি করে এসআই জাফর একটি মামলা করেছে। মামলায় বলার মতো কোন অগ্রগতি নেই।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) শেখ শরীফুল ইসলাম বলেন, পিস্তল ও গুলি চুরির বিষয়টি জানিয়ে রিপোর্ট করার পর শুক্রবার সকালে এসআই জাফরকে সাময়িক বরখাস্তের আদেশ দেন মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম)।