রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ‘মলম পার্টি’র ৩ সদস্য আটক

| প্রকাশিতঃ ২৭ মে ২০১৬ | ৪:৩৩ অপরাহ্ন

Screenshot_9চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে ওই তিনজন মলম পার্টি চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এরা হলেন- মোঃ সুমন (২৫), মোঃ সোহেল (৩০), মোঃ আবদুর রব (৩৫)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খুবচুর আলম নামের এক ব্যক্তি ইসলামিয়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বালুছড়া বাজার থেকে সিএনজি অটোরিকশায় উঠেন। বালুচরার হোসেন স্কয়ারের সামনে গেলে যাত্রীবেশে অটোরিকশায় থাকা আটককৃতরা খুবচুর আলমকে গলা চেপে ধরে মাথায় আঘাত করে স্যামসাং এস ৬ মোবাইল সেট নিয়ে ফেলে।

‘এসময় খুবচুর চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে যাত্রীবেশে অটোরিকশায় উঠা ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় জনতা তাদেরকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

ওসি বলেন, গত এক মাস ধরে নগরীতে সিএনজি অটোরিক্সয় যাএীদের কৌশলে তুলে তারা ছিনতাই করে আসছিল। আটককৃতরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে অন্য যাত্রীর চোখে মলম লাগিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। ওই তিনজন ‘মলম পার্টি চক্রের’ সদস্য। তাদের দলনেতা আবুল হাশেমকে ধরার চেষ্টা চলছে।

‘আটককৃতদের তথ্য অনুযায়ী বায়েজিদ বোস্তামি থানার চন্দনগর থেকে চোরাই মোবাইল ক্রেতা মুরাদকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া তিনটি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া বহদ্দারহাটে মলম পার্টি চক্রের দলনেতা আবুল হাশেমের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী বিবি খাদেজাকে দুইটি চোরাই মোবাইলসহ আটক করা হয়।’- বলেন ওসি মোহাম্মদ মহসীন