অন্যায়কারীদের জন্য প্রস্তুত মহিউদ্দিনের ৫০০০ লাঠি

চট্টগ্রাম : ‘৫ হাজার লাঠি বানিয়ে রেখেছি। অস্ত্র রাখাটা অপরাধ, লাঠি রাখা অপরাধ নয়। তাই লাঠি রেখেছি। অন্যায়কারী যেই হোক না কেন, তার প্রতি আঘাত করার জন্য।’

মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী।

তিনি বলেন, আমাদের কর্মীদের মনে সাহস আসার জন্য লাঠির ব্যবস্থা করেছি। একেকটা লাঠির ওজন ১৫০ গ্রাম।’

এসময় নিজের পাশে রাখা লাঠি হাতে তুলে নেন মহিউদ্দিন চৌধুরী; বলেন, ‘এখানে একটা আছে। আরো আছে ছোট-বড়।… মারামারি করার সময় শক্তি এসে যাবে।’

লাঠিগুলো কাদের বিরুদ্ধে ব্যবহার হবে জানতে চাইলে মহিউদ্দিন ফের বলেন, ‘অপশক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য জনগণ এই লাঠি হাতে নিয়ে এগিয়ে যাবে। লাঠি হাতে থাকলে মনের সাহসটা বাড়বে। অন্যায়কারীরা দুর্বল হয়ে যাবে।’

### উনি পাগল, পাগলের সব কথা শুনতে নেই : আ জ ম নাছির (ভিডিওসহ)
### অন্যায়কারীদের জন্য প্রস্তুত মহিউদ্দিনের ৫০০০ লাঠি
### বিজয় মেলার পক্ষে নন নাছির, অভিযোগ মহিউদ্দিনের
### রাষ্ট্রপতির আত্মীয়, কি আসে যায়?
### চট্টগ্রাম চেম্বারে যারা অাছেন, সুদখোর : মহিউদ্দিন
### হাসতে হাসতে মানুষ খুন করেন নাছির, অভিযোগ মহিউদ্দিনের (ভিডিওসহ)
### কোনো চক্রান্তই সফল হবে না : নাছির