উনি পাগল, পাগলের সব কথা শুনতে নেই : আ জ ম নাছির (ভিডিওসহ)

‘উনি পাগল, পাগলামি করছেন। পাগলের সব কথা শুনতে নেই’- নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতি ইঙ্গিত করে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ মন্তব্য করেছেন।

সোমবার বিকেলে লালদিঘীর পাড়ে আ জ ম নাছিরকে নিয়ে মহিউদ্দিন চৌধুরীল প্রকাশ্য বিষোদ্গার সম্পর্কে প্রতিক্রিয়া জানতে গেলে মঙ্গলবার সকালে নগর ভবনে বসে এ মন্তব্য করেন তিনি।

মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে তিনি বলেন, এটা তো ওনাকে বলতে হবে তাহলে ১২ জন কে, কে। ওনি তো বলেন না। আপনি বলে দিলে হবে উনি এতটা মার্ডার করেছে!

মহিউদ্দিন চৌধুরীর প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে মেয়র নাছির বলেন, ইয়াবা ব্যবসায়ী কারা? স্টেজে যাদের
বসিয়ে রাখছেন তারাই তো ইয়াবা ব্যবসায়ী। প্রশাসন সবই জানে। স্টেজে বসছে এরা কারা?

তিনি বলেন, একধরনের না পাওয়ার বেদনা থেকে মহিউদ্দিন চৌধুরী এধরনের কথা বলছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে এখন ক্ষমতার বাইরে থাকার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না।’

এর আগে রোববার নগর ভবনে বসে একই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র নাছির। এসময় আ জ ম নাছির উদ্দীন বলেন, উনি (মহিউদ্দিন চৌধুরী) কাউকে বাপ ডাকতেও দেরি করেন না, গালি দিতেও দেরি করেন না। যার ফাঁসি দাবি করেছিলেন এখন তিনিই তো উনার বাসায় বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। উনি শুধু চসিকের কর নিয়ে লাগছেন কেন? গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে তো কিছু বললেন না। অজ্ঞতাপ্রসূত বক্তব্যে সচেতন মানুষকে বিভ্রান্ত করা যায় না।

সংগঠনের বৃহত্তর স্বার্থে সব অনিয়ম-দুর্নীতি চেপে গেছেন উল্লেখ করে মেয়র নাছির বলেন, লেকসিটিতে পাঁচ শতাধিক মানুষকে প্লট বরাদ্দ দিয়েছেন, কিন্তু চারশ’র বেশি প্লট করা সম্ভব নয়। শতাধিক বরাদ্দ গ্রহীতাকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না, জায়গা নেই। এটি প্রতারণা। মাদারবাড়ির রেলওয়ের সেখানেও একই অবস্থা। অনেক জায়গা কিনেছেন কোনো দলিল নেই, মালিকানার হদিস নেই। ড্রেনের ওপর ভবন তৈরি করা হয়েছে কার আমলে? আগ্রাবাদে পার্কিংয়ের জায়গায় মার্কেট তৈরি হয়েছে কার আমলে? চসিকের পানি, বাতি, ওষুধ, শিকলবাহা বিদ্যুৎ কারখানা সব ফ্লপ মেরেছে কেন? আমি এসে দেখি চসিকের ১২ জন স্টাফ উনার বাসায় কাজ করছে, আমি প্রত্যাহার করে নিয়ে এসেছি। অন্তর্জ্বালা তো ওই জায়গায়।

হোল্ডিং ট্যাক্স প্রসঙ্গে বিরূপ সমালোচনার বিষয়ে তিনি বলেন, সরকারি গেজেট সিটি করপোরেশনকে ২৭ শতাংশ কর আদায়ের নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা এখনো স্বাস্থ্য খাতে কর নিচ্ছি না। পাঁচ বছর পর পর আইনি বাধ্যবাধকতার কারণে চসিক কর পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম শহর আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে এর কারণ পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এত পুরোনো সিটি করপোরেশন ড্রেনেজ ব্যবস্থা হলো না কেন?

### উনি পাগল, পাগলের সব কথা শুনতে নেই : আ জ ম নাছির (ভিডিওসহ)
### অন্যায়কারীদের জন্য প্রস্তুত মহিউদ্দিনের ৫০০০ লাঠি
### বিজয় মেলার পক্ষে নন নাছির, অভিযোগ মহিউদ্দিনের
### রাষ্ট্রপতির আত্মীয়, কি আসে যায়?
### চট্টগ্রাম চেম্বারে যারা অাছেন, সুদখোর : মহিউদ্দিন
### হাসতে হাসতে মানুষ খুন করেন নাছির, অভিযোগ মহিউদ্দিনের (ভিডিওসহ)
### কোনো চক্রান্তই সফল হবে না : নাছির