সুন্দরবনে ৩৫ জেলে অপহৃত

sundarbanবাগেরহাট: সুন্দরবনের পশুর নদী থেকে ৩৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু সাগর বাহিনী। শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে। পরে জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অপহৃতদের পরিচয় জানা না গেলেও তারা মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালের বাসিন্দা বলে জানা গেছে।

মহাজন ও জেলেদের সূত্রে জানা গেছে, ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা।

এ সময় ওই এলাকায় তাদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহীনে নিয়ে যায় তারা।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, অপহরণের বিষয়ে খোঁজ-খবর ও তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।